অভিনব কর্মসূচিতে চিড়িয়াখানা বন্ধের দাবি

খাঁচাবন্দী হয়ে প্রতিবাদ। ছবি-সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:০৮ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:০৮
খাঁচাবন্দী হয়ে অবস্থান, শিকল পড়ে মানববন্ধন, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে চিড়িয়াখানা বন্ধের দাবি জানিয়েছে সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ।
শুক্রবার সকাল থেকে দিনব্যাপী রাজধানীর শাহবাগে 'সম্মিলিত আন্দোলন অ্যান্টি জো মুভমেন্ট অব বাংলাদেশ' ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। দেশের প্রাণী কল্যাণে কাজ করা বিভিন্ন সংগঠনও কর্মসূচিতে অংশ নেয়। এরআগে চিড়িয়াখানা বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গণচিঠি লিখনসহ বেশ কিছু কর্মসূচি পালন করেন তারা।
সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ চেয়ারম্যান ও অ্যান্টি জো মুভমেন্ট অব বাংলাদেশ আহবায়ক আ.ন.ম. মোয়াজ্জেম হোসেন বলেন, সারাদেশের অর্ধ শতাধিক অবৈধ চিড়িয়াখানার নিষ্ঠুর পরিবেশে বন্দী হাজারো বন্যপ্রাণী তিল তিল করে মৃত্যুর প্রহর গুনছে। এই নির্দোষ অসহায় বন্যপ্রাণীদের বন্দিত্ব জীবনের অবসান ও নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করার দাবি জানাই। চিড়িয়াখানা নিষ্ঠুর পরিবেশে বন্দি সকল পশুপাখির মুক্তি চাই। চিড়িয়াখানা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাব।
চিড়িয়াখানা বন্ধ করার এই আন্দোলনের সদস্য সচিব আবুল বাশার মিরাজ বলেন, চিড়িয়াখানায় গেলে প্রায়ই দেখা যায় কোনো না কোনো প্রাণী অসুস্থ। দেশের কোন চিড়িয়াখানায় সঠিক ব্যবস্থাপনা নেই। আসলে চিড়িয়াখানায় তাদের রেখে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। সারাদেশের সকল অবৈধ চিড়িয়াখানা বন্ধ করার দাবি জানাচ্ছি।
অ্যাডভোকেট ফারহানা ইসলাম বলেন, বন্যপ্রাণী শিকার, ধরা, মারা, ক্রয়-বিক্রয়, পাচার দখলে রাখা ও খাওয়া, দণ্ডনীয় অপরাধ। দেশে আইন থাকলেও তা কার্যকর হচ্ছে না, এগুলো যথাযথভাবে কার্যকর করার দাবি জানাচ্ছি।
এনিমেল ওয়েলফেয়ারের স্বেচ্ছাসেবক সাজেদা হোসেইন বলেন, 'পশু-পাখির স্থান চিড়িয়াখানা নয়। এটা বিনোদন ও ব্যবসার মাধ্যম হতে পারে না। তাদের ওপর অত্যাচার করার অধিকার কারো নেই। সারাদেশের অবৈধ চিড়িয়াখানা বন্ধ করে পশু-পাখিদের উন্মুক্ত বিচরণের জন্য বনে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেভ দ্য নেশনের কানিজ আয়েশা, এনিমেল প্লানেট বাংলাদেশের প্রতিষ্ঠাতা আজিজুল হাকীম হানী, ভয়েসলেস লাইভস বাংলাদেশের প্রতিষ্ঠাতা রুকসাথ হক, বাংলাদেশ এনিমেল রাইটস এর মুখ্য কর্মকর্তা নাঈমুল ইসলাম, মুক্তা প্রিয়া সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের সহ-সভাপতি শেখ মোহাম্মদ মাহাবুবুর রহমান, ঢাকা মহানগরের সহ-সভাপতি মামুন পারভেজ, ঢাকা কলেজ ইউনিটের সমন্বয়ক আবেদ রহমান তূর্যসহ অনেকে।
- বিষয় :
- খাঁচাবন্দী
- চিড়িয়াখানা
- মানববন্ধন
- সেভ দ্য ন্যাচার