ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নবীনবরণে বক্তারা

বৈষম্য দূর করতে অভিন্ন শিক্ষাব্যবস্থা চালুর তাগিদ

বৈষম্য দূর করতে অভিন্ন শিক্ষাব্যবস্থা চালুর তাগিদ

শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। ছবি-সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯:০৪ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯:০৪

বিদ্যমান শিক্ষাব্যবস্থা মুখস্থধর্মী রোবোটিক মানুষ তৈরি করছে। নাগরিকদের গড়ে তুলছে মধ্যপ্রাচ্যের উপযোগী শ্রমিক হিসেবে। অন্যদিকে টাকাওয়ালাদের সন্তানরা দেশের বাইরে পড়ালেখা করছে। এ বৈষম্য দূর করতে হলে সমান সুযোগ-সুবিধার অভিন্ন শিক্ষাব্যবস্থা চালু করতে হবে।

বুধবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকার বিভিন্ন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ অভিমত দেন বক্তারা। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা মহানগর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে ভূখণ্ডের স্বাধীনতা অর্জিত হলেও অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষার স্বাধীনতা মেলেনি। শিক্ষাব্যবস্থায় ব্যাপক বৈষম্য বিদ্যমান। শহরের মতো মফস্বলের প্রতিষ্ঠানে শিক্ষক ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থায় আলিয়া, কিন্ডারগার্টেনসহ নানা বিভাজন রয়েছে। মাধ্যমিক পর্যন্ত অভিন্ন শিক্ষা চালু করা দরকার। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সন্তান একই জায়গায় পড়বে। সম্মিলিতভাবে জাতি এগিয়ে যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীম উদ্দিন খান বলেন, বর্তমান শিক্ষাকাঠামো আমাদের সৃষ্টিশীল করছে না। রোবট বানাচ্ছে। ক্ষমতাসীনদের ছেলেমেয়েরা দেশে পড়ালেখা করে না। পাচার হওয়া অর্থে তারা বিদেশে আয়েশি জীবনযাপন করে। এটাও এক ধরনের উপনিবেশবাদ। কারণ আমরা বিদেশি আত্মার শাসনাধীন। এ সবের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর শাখার সভাপতি অনিক কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

×