'তুচ্ছ' ঘটনার জের
আইডিয়াল ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৩৪
রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। 'তুচ্ছ' ঘটনার জেরে গতকাল রোববার এ ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া সমকালকে বলেন, ধানমন্ডি এলাকার কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে নানা ঘটনা নিয়ে প্রায়ই মারামারির খবর পাওয়া যায়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে গিয়ে 'মুরগি' বলে চিৎকার করতে থাকেন। এর পরই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে আটজন শিক্ষার্থীকে থানায় নেওয়া হয়। পরে অভিভাবকদের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ল্যাব এইডের সামনের সড়কে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে যানজটে ভোগান্তিতে পড়ে মানুষ। ছাত্রদের আটক করে গাড়িতে তুলছিল পুলিশ। এ সময় এক সংবাদকর্মী মোবাইল ফোনে ছবি তুলতে গেলে পুলিশের হাতে লাঞ্ছনার শিকার হন।
ভুক্তভোগী অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের প্রতিবেদক খলিলুর রহমান বলেন, ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী এক পুলিশ সদস্য তাঁর মোবাইল ফোন এবং পরিচয়পত্র ছিনিয়ে নেন। শারীরিকভাবে লাঞ্ছিত করার পর তাঁকে ধরে নিয়ে যাচ্ছিল পুলিশ।
এ সময় কয়েকজন সংবাদকর্মীর বাধার মুখে ছেড়ে দেয়। তবে সাংবাদিক লাঞ্ছনার বিষয়টি অস্বীকার করেছেন ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া।