ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হাতিরঝিলে ৩ শতাধিক হাঁস ছাড়ল রাজউক

হাতিরঝিলে ৩ শতাধিক হাঁস ছাড়ল রাজউক

লেকের সৌন্দর্য বৃদ্ধিতে হাতিরঝিলে ছাড়া হয় হাঁস। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৫৫ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৫৭

লেকের সৌন্দর্য বাড়াতে রাজধানীর হাতিরঝিলে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির তিন শতাধিক হাঁস ছেড়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা আনুষ্ঠানিকভাবে এ হাঁস ছাড়েন। 

এ সময় রাজউক চেয়ারম্যান বলেন, লেকের সৌন্দর্য বৃদ্ধি, জীববৈচিত্র্য রক্ষা ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে ৫ হাজার হাঁস হাতিরঝিলে ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাঁস দেখভালের জন্য জনবলও নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি হাঁসগুলোর যাতে খাবারের সংকট না হয়, সে ব্যবস্থাও নেবে রাজউক। 

আগের চেয়ে লেকের পানি পরিষ্কার হয়েছে দাবি করে তিনি আরও বলেন,  লেকের পানির মান যাতে ভাল থাকে, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। 

এ সময় রাজউকের বোর্ড সদস্যরাসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

×