বিশ্বকবির মুখে টেপ, হাতে রাখা বই পেরেকবিদ্ধ!

রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্বকবির প্রতীকী ভাস্কর্য। ছবি-সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:১০ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:১০
মুক্তচিন্তা ও স্বাধীন মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা বামধারার ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের ‘বিদ্রোহী’ অংশের নেতৃত্বে আছেন বলে জানা গেছে।
ভাস্কর্যে দেখা যায়, ‘বিশ্বকবির মুখে টেপ লাগানো রয়েছে এবং তার হাতে একটি বই আছে। যেটি পেরেকবিদ্ধ।’
আয়োজকেরা জানিয়েছেন, দেশে মুক্তচিন্তা, মতপ্রকাশ প্রবলভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ে আদর্শ প্রকাশনী বইমেলায় স্টল পায়নি। এই সবকিছু মিলিয়ে তারা মঙ্গলবার বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভাস্কর্য স্থাপন করেছেন। ফেব্রুয়ারি মাস জুড়ে এটি রাখা হবে।
এ বিষয়ে ভাস্কর্য স্থাপনের আয়োজক ছাত্র ইউনিয়নের ‘বিদ্রোহী’ অংশের সভাপতি নজির আমিন চৌধুরী জয় বলেন, ‘সাম্প্রতিক সময়ে মতপ্রকাশ নিয়ে নানা ঘটনা ঘটেছে। এরমধ্যে সাংবাদিক রোজিনা ইসলাম আছেন, বইমেলায় আদর্শের স্টল বরাদ্দের বিষয়টি আছে। এরআগে লেখক অভিজিৎ রায় বইমেলায় হত্যা হয়েছিলেন। একেকভাবে একেক কারণে ঘটনাগুলো ঘটছে। তবে সবগুলোতেই মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল, হয়েছে। এই জায়গাগুলোকে বলতে চেয়েছি।’
বিশ্বকবিকে ভাস্কর্যের বিষয় হিসেবে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের মনে হয়েছে রবীন্দ্রনাথ হিসেবে যে আবেদন সেটি এ ধারণার সঙ্গে ভালো হতে পারে। তাই তার ভাস্কর্য প্রতীকীভাবে ব্যবহার করা হয়েছে।’
ঢাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, ‘বাঙালি মাত্রই স্বীকার করবেন রবীন্দ্রনাথ মুক্তচিন্তা শিল্পসাহিত্য এবং সৃজনশীলতার প্রতীক। এখন মুক্তচিন্তা, নতুন লেখা রাষ্ট্র কর্তৃক হস্তক্ষেপ করা হচ্ছে। আমরা দেখিয়েছি তিনি হাতের বইটা খুলতে পারছে না, মুখে টেপ লাগানো। এর মাধ্যমে মুক্তচিন্তা বাধাগ্রস্ত হচ্ছে সেটিই বুঝাতে চেয়েছি।’