ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ক্যান্সারে আক্রান্ত ডিএসসিসির প্রকৌশলীর মৃত্যু

ক্যান্সারে আক্রান্ত ডিএসসিসির প্রকৌশলীর মৃত্যু

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৫৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৫৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুন্সি আবুল হাসেম (৫৩) মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। তিনি ক্যান্সারে ভুগছিলেন। 

স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ডিএসসিসি নগর ভবন প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিজ গ্রাম কুমিল্লার দেবীদ্বারে আরেকটি জানাজা শেষে মরদেহ দাফন হবে।




আরও পড়ুন

×