বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে নাগরিক সমাবেশ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৩:১১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৩:১১
বরিশালের বাকেরগঞ্জ উপজেলাকে জেলা হিসেবে পুনঃপ্রতিষ্ঠার জন্য নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে সামাজিক সংগঠন 'গর্বের বাকেরগঞ্জ'-এর উদ্যোগে বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটি এর আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৩ সালের ১ জানুয়ারি কোনো এক অদৃশ্য কারণে দক্ষিণবঙ্গের ইতিহাস, ঐতিহ্য এবং পুরাকীর্তির তীর্থভূমি বাকেরগঞ্জকে জেলা থেকে বেআইনি ও অবৈধ প্রক্রিয়ায় থানায় (উপজেলায়) রূপান্তর করা হয়। সরকারি বিধিবিধান না মেনে জেলা থেকে উপজেলায় রূপান্তর করা অন্যায়।
বাকেরগঞ্জ উপজেলার বিশিষ্টজনের উপস্থিতিতে নাগরিক সমাবেশে গর্বের বাকেরগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন মোহন সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটির সম্পাদক মঈন-উল-ইসলাম কবির এবং সমাবেশ পরিচালনা করেন গর্বের বাকেরগঞ্জের সহসভাপতি আলাউদ্দিন আজাদ।
বক্তব্য দেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি আলতাফ হোসেন, ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান খান, ঢাকাস্থ আওয়ামী সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আব্দুল হক হাওলাদার, ঢাকাস্থ বাকেরগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি এটিএম শোয়েব তালুকদার প্রমুখ।
- বিষয় :
- বাকেরগঞ্জ
- বাকেরগঞ্জ উপজেলা