ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফার্মগেটে বাসের ধাক্কায় চিকিৎসক গুরুতর আহত

ফার্মগেটে বাসের ধাক্কায় চিকিৎসক গুরুতর আহত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩ | ২২:০৯ | আপডেট: ০৯ মার্চ ২০২৩ | ২২:০৯

রাজধানীর ফার্মগেট এলাকায় বাসচাপায় ফাতেমা কাশেম ওয়াফা (২৫) নামে এক শিক্ষানবিশ চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। বেপরোয়া গতির বাসটি তাঁকে ধাক্কা দিয়ে পা পিষে চলে যায়। এতে তাঁর কোমর ও পায়ের হাড় ভেঙে গেছে। তাঁকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) ভর্তি করা হয়েছে।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান জানান, দুর্ঘটনায় দায়ী এলাইক পরিবহনের বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় ফাতেমার বাবা আবুল কাশেম বাদী হয়ে বাসচালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন।

পুলিশ, স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, তেজগাঁও শিল্পাঞ্চলের শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করেন ফাতেমা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশ্যে ফার্মগেটের আল-রাজি হাসপাতাল সংলগ্ন সড়কের পাশে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন। তখন হঠাৎ করেই বাসটি এসে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। এরপর চালক তাঁর পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে যান। 

পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক সার্জন সঞ্জয় কুমার রায় সাংবাদিকদের বলেন, ফাতেমার আঘাত বেশ গুরুতর। তাঁর সেরে উঠতে অনেক দিন সময় লাগবে।

ফাতেমার বাবা আবুল কাশেম রাজধানীর গ্রিন রোডে সেন্ট্রাল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট। তিনি জানান, রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকার বাসায় পরিবারের সঙ্গে থাকেন ফাতেমা। তিন বোনের মধ্যে ফাতেমা ছোট। তাঁর বড় দুই বোনও চিকিৎসক।

আরও পড়ুন

×