গরিব-দুস্থদের মাঝে যুবলীগের ইফতার বিতরণ

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৩ | ২২:৪২ | আপডেট: ৩১ মার্চ ২০২৩ | ২২:৪২
পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব-দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সামনে মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসবীরুল হক অনুর সৌজন্যে পাঁচ শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
কৃচ্ছতা সাধনে প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী ইফতার পার্টির বদলে গরিব ও দুস্থদের ইফতার বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ।
সেখানে বক্তারা বলেন, ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে যেমন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও তার হাতে দেশ থাকলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব আমরা।’ পরে দোয়ার আয়োজন করা হয়।
- বিষয় :
- যুবলীগ
- ইফতার বিতরণ