ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩ | ১৩:৩৪ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ | ১৩:৩৫

রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রিপন (৩৫) নামে বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার ওসি মু. মোরাদুল ইসলাম সমকালকে বলেন, কোন যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন তা নিশ্চিত করা যায়নি। একজন প্রত্যক্ষদর্শী ট্রাকের কথা বলেছেন। তবে ঘটনাস্থল কোনো সিসিটিভি ক্যামেরার আওতায় না আসায় দুর্ঘটনায় দায়ী যানটি শনাক্ত করা যায়নি।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, কমলাপুর আইসিডিতে গাড়ি ধোয়ার কাজ করতেন রিপন। আজ ভোরে তিনি সাইকেল চালিয়ে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথে বাসাবো মসজিদ গলি এলাকায় তিনি দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×