ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের ইফতার বিতরণ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের ইফতার বিতরণ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩ | ১৪:৫২ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ | ১৪:৫২

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে ইফতারের সময় ৫০০ প্যাকেট খাবার বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড।

ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খাদিমুল বাশার জয়, সাধারণ সম্পাদক রাশিদ শাহরিয়ার উদয়, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুজা সরকার, লিটন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শের সম্রাট খান, ঢাবি শাখার যুগ্ম-সাধারণ ইমরান সরকার ইমুসহ বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে খাবার বিতরণ শেষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তানরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এসেছি। ইফতারের সময় প্রায় ৫০০ খাবার প্যাকেট বিতরণ করেছি।’

তিনি বলেন, ‘সকাল থেকে স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের অনেক নেতাকর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের বিত্তবান মানুষদের নিকট আহবান, সামর্থ্য অনুযায়ী আপনারাও এগিয়ে আসুন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়ান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসব ক্ষতিগ্রস্থ মানুষদের কষ্ট লাঘব করা সম্ভব।’

আরও পড়ুন

×