ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ১৭:৪৬ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ১৭:৪৬

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডার সাঁতারকূলে অবস্থিত একটি রিসোর্টে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিটার হাসের স্ত্রী অ্যামি হাস, যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ ইন মিশন ডিসিএম লাফেইব, পাবলিক অ্যাফেয়ার্স অফিসার শন ম্যাকলিনটশ, কালচারাল অ্যাফেয়ার্স অফিসার শারলিনা হুসেইন-মরগ্যান, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টারের পরিচালক জাভেদ হায়দার, আবিন্তা কবির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুবা আহমেদ প্রমুখ। এ ছাড়া দূতাবাসের অ্যাকসেস প্রোগ্রামের ৫০ জন এবং আবিন্তা কবির ফাউন্ডেশনের ৩০ জনসহ মোট ৮০ সুবিধাবঞ্চিত শিশু ইফতারে অংশ নেয়।

পিটার হাস বলেন, রমজান অত্যন্ত পবিত্র একটি মাস। এ মাস মানুষকে একে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয়। ইফতারের মাধ্যমে সবাই একে অন্যের কাছাকাছি আসে, একসঙ্গে বসে খায় এবং একে অন্যের ভালো-মন্দের খোঁজখবর নেয়। রমজানের এই শিক্ষা আমার কাছে অনেক ভালো লেগেছে। 

আরও পড়ুন

×