ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রযুক্তি ও স্টিম শিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়তে ইউএনউইমেনকে কাজ করার আহ্বান

প্রযুক্তি ও স্টিম শিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়তে ইউএনউইমেনকে কাজ করার আহ্বান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১১:৩৪ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ১১:৩৪

প্রযুক্তি ও স্টিম শিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ইউনাইটেড ন্যাশনস উইমেনকে (ইউএনউইমেন) বাংলাদেশের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। বুধবার এক সৌজন্যসাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনউইমেন-এর এশিয়া প্যাসিফিক রিজিওনাল ডিরেক্টর সারাহ নিবস। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব রওশন আরা বেগম, যুগ্মসচিব নার্গিস খানম ও ফেরদৌসী বেগম, ইউএনইউমেন বাংলাদেশ বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলী সিং উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশে নারীর উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়নসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, তথ্য-প্রযুক্তি ও ই-কমার্সের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ২০৩০ সালে ৩০ শতাংশ এবং ২০৪১ সালে ৫০ শতাংশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নারীর ঘরের কাজকে জিডিপিতে অন্তর্ভুক্ত করার কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে এ মন্ত্রণালয়।

এ সময় সারাহ নিবস বলেন, ‘ইউএনইউমেন বাংলাদেশে নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে।’

আরও পড়ুন

×