ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উত্তরায় প্রধানমন্ত্রীর পক্ষে সুবিধাবঞ্চিতদের খাদ্য ও ঈদ উপহার বিতরণ

উত্তরায় প্রধানমন্ত্রীর পক্ষে সুবিধাবঞ্চিতদের খাদ্য ও ঈদ উপহার বিতরণ

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ১১:১৬ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ১১:১৬

রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। 

আজ বৃহস্পতিবার বিকেলে উত্তরার ৩ নম্বর সেক্টরে ফ্রেন্ডস ক্লাবে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে সুবিধাবঞ্চিতদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।

আরও পড়ুন

×