গুলিস্তানের পাতাল মার্কেটও অগ্নিঝুঁকিতে

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ১৮:৪৩ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ১৮:৪৩
রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেটও অগ্নিঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। বৃহস্পতিবার তাঁরা মার্কেটটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন শেষে এ তথ্য জানান।
গত ৪ এপ্রিল বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এর পর থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিভিন্ন মার্কেট পরিদর্শন করছেন। এরই অংশ হিসেবে দুপুর ১২টায় পাতাল মার্কেট পরিদর্শন করেন তাঁরা।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশিদ বলেন, পাতাল মার্কেটে পানির উৎস নেই। অগ্নিকাণ্ড ঘটলে দ্রুত পানি পৌঁছানোর সুযোগও নেই। নেই ফায়ার অ্যালার্ম সিস্টেম। অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও সেগুলো মেয়াদোত্তীর্ণ। মার্কেটে প্রবেশ ও বের হওয়ার পথও সরু।
তিনি আরও বলেন, দুই বছর আগেও এই মার্কেট অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। এর পরও ব্যবসায়ীরা কোনো পদক্ষেপ নেননি।
- বিষয় :
- রাজধানী
- গুলিস্তান
- পাতাল মার্কেট
- অগ্নিঝুঁকি