এক কর্মকর্তার বদলি ঘিরে উত্তপ্ত খামারবাড়ি, হামলায় আহত ২

হামলায় আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ১৭:১৯ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ১৮:৫৯
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তাইজুল ইসলাম নামের এক কর্মকর্তার বদলিকে কেন্দ্র করে দুই দিন ধরে উত্তপ্ত রাজধানীর খামারবাড়ি। আগের দিন ডিজির কক্ষ ও প্রশাসন বিভাগে তালা, বিদ্যুৎ সংযোগ বন্ধসহ কর্মচারীদের উচ্ছৃঙ্খল আচরণের পর সোমবার সকালে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুজন।
অনিয়ম ও দুর্নীতিতে অভিযুক্ত তাইজুল ইসলামকে ডিএই'র অর্থ উইংয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক থেকে সরিয়ে বাজেট অফিসার পদে বদলির আদেশ জারি হয় গত রোববার। অভিযোগ উঠেছে, বদলি ঠেকাতে নন-গেজেটেড কর্মচারী সমিতির সাবেক সভাপতি তাইজুল তার অনুসারীদের ব্যবহার করেন। রোববার ডিএইর মহাপরিচালকের কক্ষ ও প্রশাসনিক বিভাগে তালা ঝুলিয়ে দেন। অবরুদ্ধ করে রাখা হয় কর্মকর্তাদের। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। পরে সোমবার সকাল ১০টায় তাইজুল বহিরাগত বেশ কিছু লোককে খামারবাড়িতে নিয়ে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তার অনুসারীদের হামলায় উচ্চমান সহকারী সাজ্জাদ নুর ও স্প্রেয়ার মেকানিক মেহেদী হাসান আহত হন। আহত সাজ্জাদ নুরকে প্রথমে রাজধানীর ফুলবাড়ির সরকারি কর্মচারী হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সাজ্জাদ নুরসহ আরও কিছু কর্মচারীর সঙ্গে রোববার তাইজুল গ্রুপের লোকজনের বাকবিতণ্ডার জেরে গাড়িচালক লিটনসহ কিছু কর্মচারী ও বহিরাগত এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ডিএই'র মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস বলেন, সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক নিয়ম। কিন্তু যারা এ নিয়ে উচ্ছৃখল আচরণ করছে তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।
এ দিকে খামারবাড়িতে উদ্ভুত পরিস্থিতিতে মঙ্গলবার কৃষি মন্ত্রণালয় বৈঠক ডেকেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, খামারবাড়িতে গত দুদিনের ঘটনায় কৃষিমন্ত্রী ক্ষুব্ধ। তাইজুল ইসলামের অনিয়ম-দুর্নীতি মন্ত্রণালয়ের একাধিক তদন্তে প্রমাণ হয়েছে। খামারবাড়িতে যারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে, তাদের বিরুদ্ধে বৈঠক থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
‘খামারবাড়ি যেন দুর্নীতির বাড়ি’ ও 'নালিশে শাস্তিতে অনড় নাসির' শিরোনামে গত ১১ অক্টোবর সমকালে প্রকাশিত দুটি সংবাদে তাইজুল ইসলামসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম-দুর্নীতির তথ্য উঠে আসে। এরপর অনেককে বদলিও করা হয়।
- বিষয় :
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
- খামারবাড়ি
- ডিএই