অবৈধ দখলে থাকা ১০০ কোটি টাকার জমি উদ্ধার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৩ | ১৬:২৩ | আপডেট: ১৫ মে ২০২৩ | ১৬:২৩
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালে উল্লেখিত এক একর জায়গা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের অনুকূলে বরাদ্দ প্রদান করেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী মহল অবৈধভাবে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বরাদ্দপ্রাপ্ত জায়গা অবৈধভাবে ভোগদখল করে আসছিল।
জমি উদ্ধারের পর ঢাকা জেলা প্রশাসক উপস্থিত থেকে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যার কাছে এর দখল হস্তান্তর করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, রেভিনিউ ডেপুটি কালেক্টর মামনুন আহমেদ অনীক, লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. মামুনুর রশীদ, সিনিয়র সহকারী কমিশনার সাখাওয়াত জামিল সৈকত, হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু: আহাদ আলীসহ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- জমি দখল
- অবৈধ দখল
- জেলা প্রশাসন