ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছিনিয়ে নেওয়া পিকআপ দিয়ে ডাকাতি করে ওরা

ছিনিয়ে নেওয়া পিকআপ দিয়ে ডাকাতি করে ওরা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৩ | ১৩:০০ | আপডেট: ১৬ মে ২০২৩ | ১৩:১৬

ছিনতাই করা পিকআপ ভ্যান দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল একটি চক্র। সম্প্রতি তারা এক পুলিশ সদস্যকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় পল্টন থানায় হওয়া মামলার তদন্তে নেমে চক্রটিকে শনাক্ত করে পুলিশ। এর পর সোমবার মহাখালী থেকে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলো– মো. সোহেল, আক্তার ওরফে সোহরাব, আবির হোসেন ওরফে রাসেল ও মো. রনি। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র, পিকআপ ভ্যান, লুণ্ঠিত টাকা ও সাতটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, গত ১২ মে কনস্টেবল নার্গিস আক্তার রিকশায় করে ভিভিআইপি ডিউটিতে যাচ্ছিলেন। পথে রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের মোড়ে একটি পিকআপ ভ্যান তাঁর রিকশার গতিরোধ করে। এর পর পিকআপের পেছন থেকে দুই যুবক নেমে এসে গলায় ছুরি ধরে স্বর্ণের চেইন ও হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় পল্টন থানায় মামলা করেন ভুক্তভোগী।

হায়াতুল ইসলাম জানান, মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার রওশানুল হক সৈকতের নেতৃত্বে পল্টন মডেল থানার একটি বিশেষ দল ডাকাত চক্রকে গ্রেপ্তারে মাঠে নামে। প্রথমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় সরাসরি জড়িতদের শনাক্ত করা হয়। এর পর ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শেষে মহাখালী থেকে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে উপকমিশনার বলেন, তারা পাঁচ-ছয়দিন আগে পিকআপটি ছিনতাই করেছে। সেটি নিয়ে তারা রাতের বেলায় পথচারী ও রিকশাযাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল। গত ১২ মে রাজারবাগ ও মোহাম্মদপুর এবং ১৩ মে বনানী ও তেজগাঁও এলাকায় ডাকাতি করে তারা। তাদের নামে ডাকাতির একাধিক মামলা আছে। 

আরও পড়ুন

×