অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় লাজ ফার্মাকে জরিমানা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২৩ | ১২:১৭ | আপডেট: ২৯ মে ২০২৩ | ১২:১৭
সোমবার মোবাইল কোর্ট (ভ্রাম্যমান আদালত) পরিচালনা করে লাজ ফার্মাকে এ জরিমানা করে সংস্থাটি। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।
তিনি জানান, বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম-এর ছাড়পত্র লাইসেন্স না নিয়েই মানচিহ্ন ব্যবহার করে পণ্য (শ্যাম্পু, সাবান, স্কিন ক্রীম) বিক্রি ও বাজারজাত করার অপরাধে রাজধানী ঢাকার পশ্চিম পান্থপথে লাজ ফার্মার কলাবাগান শাখাকে এ জরিমানা করা হয়েছে।
এ ছাড়া একই এলাকায় অবস্থিত ইউনিক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড ফান প্রতিষ্ঠানকে জনসচেতনামূলক পরামর্শ, বিএসটিআই-এর লিফলেট বিতরণ ও সতর্কতামূলক সাবধানতা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা টিমে প্রসিকিউটর হিসেবে প্রতিষ্ঠানটির মাঠ কর্মকর্তা মো. রেজানুর রহমান সরকার এবং পরিদর্শক ডিএমআই (মেট্রোলজি) মো. শাহরিয়ার হোসেন দায়িত্ব পালন করেন।
- বিষয় :
- বিএসটিআই
- লাজ ফার্মা
- জরিমানা
- কসমেটিকস
- প্রসাধনী