ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডিএনসিসি মেয়রের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

ডিএনসিসি মেয়রের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ০৭:৩৪ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ০৭:৩৪

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি স্টেফান লিল্লার।

গত সোমবার বিকেলে নগর ভবনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণ, সবুজায়ন, জলবায়ু উদ্বাস্তুদের জীবনমানের উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা, ইনোভেশন হাব প্রতিষ্ঠাসহ নগরীকে বাসযোগ্য করতে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি।

আরও পড়ুন

×