ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

হাইব্রিড পাওয়ার সল্যুশন অ্যান্ড ডিসি এপ্লিকেশন’ শীর্ষক সেমিনারে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৩ | ০৪:১৯ | আপডেট: ১৬ জুন ২০২৩ | ০৪:২২

মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে গ্রাহককে আরও বেশি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, সাড়ে ৪ কোটি বিদ্যুৎ গ্রাহক নিজ নিজ অবস্থান থেকে যদি একটু একটু করেও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন, তাহলে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে। যদিও বিদ্যুৎ ব্যবহারে আগের চেয়ে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। সেজন্য গ্রাহক বাড়লেও সে তুলনায় বিদ্যুতের ব্যবহার বাড়েনি। এজন্য গ্রাহককে আরও সচেতন হতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘হাইব্রিড পাওয়ার সল্যুশন অ্যান্ড ডিসি এপ্লিকেশন’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। দুবাইয়ের নাফকো পাওয়ার এবং বাংলাদেশের কমপ্লায়েন্স বিডি লিমিটেড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মোহাম্মদ হোসাইন বলেন, ইতোমধ্যে শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। এখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। এজন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের পরবর্তী লক্ষ্য সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করা। 

তিনি আরও বলেন, সারাবিশ্বের মত বাংলাদেশও বৈশ্বিক সংকট মোকাবিলা করছে। এটা শুধু বাংলাদেশে নয়, অন্যান্য দেশেও এ সংকট চলছে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বিদ্যুৎ ব্যবহারসহ সব ক্ষেত্রে আরও সাশ্রয়ী হতে হবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (প্রকৌশল) মামুনুল ইসলাম, কমপ্লায়েন্স বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আল আমীন, নাফকো পাওয়ারের পরিচালক মোহাম্মদ নাদিম সিদ্দিকী, ইলেক্ট্রোমেকানিক্যাল কন্ট্রোল সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ জামান, প্রকৌশলী মোহাম্মদ হাসমতুজ্জামান, প্রকৌশলী এস এম আব্দুল্লাহ আল ফারুক, ফারজানা মল্লিক প্রমুখ।

আয়োজকরা জানান, ডিসি হাইব্রিড জেনারেটরটি অত্যাধুনিক প্রযুক্তির একটি জেনারেটর। এতে ডিজেল, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং প্রাকৃতিক গ্যাসের যেকোনো একটি জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। পাশাপাশি এখানে সৌরবিদ্যুৎ ব্যবহারেরও সুযোগ রাখা হয়েছে। এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা রাতে কিংবা জরুরি প্রয়োজনে ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা যাবে।

টেলিকম, রেলওয়ে, তেল ও গ্যাসক্ষেত্রসহ অন্যান্য খাতে প্রত্যন্ত এলাকায় সেখানে ডিসি পাওয়ারের ব্যবহার আছে সেখানে এই জেনারেটরটি ব্যবহার করা যাবে। প্রচলিত জেনারেটরের চেয়ে এটি পরিবেশ বান্ধব। পাশাপাশি এতে ৬০ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুন

×