ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মানববন্ধনে পরিবেশবিদরা

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গরিব দেশ গভীর ঋণের ফাঁদে পড়বে

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গরিব দেশ গভীর ঋণের ফাঁদে পড়বে

জাতীয় জাদুঘরের সামনে ওয়াটারকিপার্স বাংলাদেশসহ আটটি সংগঠনের আয়োজিত মানববন্ধন। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৩ | ১৪:৪৫ | আপডেট: ২২ জুন ২০২৩ | ১৪:৪৫

জলবায়ু সংকট মোকাবিলায় নতুন করে ঋণ প্রদানের পরিকল্পনা বাস্তবায়নে গরিব দেশগুলো গভীর ঋণের ফাঁদে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। তারা বলেছেন, প্যারিসে চলমান নতুন বৈশ্বিক অর্থায়ন চুক্তিবিষয়ক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে জলবায়ু ঋণ প্রদানের চুক্তি হবে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংহতি সমাবেশে এ দাবি জানানো হয়। ওয়াটারকিপার্স বাংলাদেশসহ আটটি সংগঠন সমাবেশের আয়োজন করে।

সমাবেশে ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে অনেক আগে থেকেই মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ভৌগলিক অবস্থানের বাস্তবতায় এ ঐতিহাসিক ক্ষতির অবমূল্যায়ন গ্রহণযোগ্য নয়।

কোস্ট ফাউন্ডেশনের মনিটরিং ডিরেক্টর আমিনুল হক বলেন, জলবায়ু যদি পরিবর্তন করতে হয় তাহলে দেশীয় সম্পদে করতে হবে। আমরা কোন ধরনের ঋণ নিতে চাই না।

কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ইক্যুয়িটি বিডির ডেপুটি ডিরেক্টর আহসানুল করিম বাবর, সিপিআরডির রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার আল ইমরান, গ্লোবাল ল থিংকারস সোসাইটির প্রধান রাওমান স্মিতা, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের সভাপতি এস. জেড. অপু প্রমুখ।

আরও পড়ুন

×