পশুর হাটে বিরক্তির নাম ‘ইউটিউবার’

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৩ | ১৬:৪৫ | আপডেট: ২৭ জুন ২০২৩ | ০৪:২৮
রোববার রাজধানীর গাবতলী পশুর হাটে দেখা মেলে বেশ কয়েকজন ইউটিউবারের। কথা বলে জানা যায়, তাঁদের কেউ কেউ এরই মধ্যে ৩০ থেকে ৪০টি কনটেন্ট তৈরি করে ইউটিউবে ছেড়েছেন।
ক্রেতা-বিক্রেতারা সমালোচনা করলেও বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলের ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, এসব ভিডিওর ‘ভিউ’ বেশ ভালো। কোরবানির পশুর দামের ওপর ভিত্তি করে এসব কনটেন্ট তৈরি হয়।
শাহজানপুর পশুর হাটে কথা হলো ‘ভাই ব্রাদার’ ইউটিউব চ্যানেলের শামীমের সঙ্গে। তিনি বলেন, ‘আমি বিভিন্ন হাটে গিয়ে ভিডিও তৈরি করি। তবে এত বেশি ভিউ হবে আশা করিনি। ভালোই চলছে।’ তবে ভিডিও করতে গেলে সবাই স্বাভাবিকভাবেই নিচ্ছেন বলে তিনি জানান।
‘ডিবি রিপন অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলের রিপন বলেন, ‘পশুর হাটের কনটেন্ট তৈরি করে অনেকেই। গরুর দাম জিজ্ঞাসা করে ভিডিও করলে ভিউ বেশি হয়। ভিডিও করার সময় বিক্রেতাদের অনেকেই বিরক্ত হন।
মাদারীপুরের রতন বলেন, সারাদিনই ইউটিউবাররা এসে প্রশ্ন করেন। তাঁদের কারণে ক্রেতাদের অসুবিধা হয়।
কুষ্টিয়া থেকে আসা গরু বিক্রেতা সোহেল বলেন, যাঁরা ইউটিউব দেখে গরু কেনেন, তাঁরা মূলত খামারের ক্রেতা। তাঁরা খামারে গিয়ে ৫ লাখ টাকার গরু ৬ লাখে কেনেন। হাটে এসে দামই করতে চান না।
এদিকে ক্রেতাদের কেউ কেউ এসব বিষয় নিয়ে ভাবেন না। তাঁরা আনন্দ নিয়ে গরু কিনে বাড়ি ফেরার পথে গরুর দাম জিজ্ঞাসা করলে উত্তর দেন। মিজান নামে এক ক্রেতা বলেন, এখন তো সবার হাতেই ক্যামেরা। কে কী করে, এত কিছু ভাবি না। জিজ্ঞেস করলে দাম কত বলে দিই।
- বিষয় :
- ইউটিউব
- ইউটিউবার
- কোরবানির পশু
- পশুর হাট