ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাসায় মিলল পুলিশ সদস্যের লাশ

বাসায় মিলল পুলিশ সদস্যের লাশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ | ১৫:০৫ | আপডেট: ০৬ জুলাই ২০২৩ | ১৫:০৫

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি কোয়ার্টার থেকে মাজহারুল ইসলাম রানা (২৬) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলছে, পরিবারের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, তিনি মাসসিকভাবে বিধ্বস্ত ও হতাশাগ্রস্ত ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

বৃহস্পতিবার ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার রেফাতুল ইসলাম জানান, বেলা ২টার দিকে নিউমার্কেট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ দেখা গেছে।

মাজহারুল ইসলাম রানা নারায়ণগঞ্জের আড়াইহাজার দিঘলদী এলাকার শফিউল্লাহ ভূঁইয়া ও রেনু বেগম দম্পতির ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, মাজহারুল ২০১৬ সালে পুলিশ সদস্য হিসেবে চাকরিতে যোগ দেন। বর্তমানে তিনি পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ডিসিপ্লিন শাখায় কর্মরত ছিলেন।

রাজধানীর নিউমার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু বলেন, এলিফ্যান্ট রোডে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী স্টাফ কোয়ার্টারের ৩ নম্বর ভবনের নিচ তলার একটি রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মাজহারুলের ভগ্নিপতি আবুল বাশার জানান, এক ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় মাজহারুল অবিবাহিত ছিলেন। এলিফ্যান্ট রোডের স্টাফ কোয়ার্টারে একটি বাসায় গত ৫–৬ মাস ধরে একাই থাকতেন তিনি। সপ্তাহে দু-একদিন সেখানে থাকতেন।

তিনি আরও জানান, বুধবার সর্বশেষ মায়ের সঙ্গে কথা হয় মাজহারুলের। এরপর পরিবারের আর কারো সঙ্গে যোগাযোগ হয়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানেন না তারা। তবে তিনি আত্মহত্যা করতে পারেন না বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

×