ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাজধানীর সড়ক নিরাপদ করতে কাজ করছে ডিএনসিসি: মেয়র আতিক

রাজধানীর সড়ক নিরাপদ করতে কাজ করছে ডিএনসিসি: মেয়র আতিক

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ | ১৫:১০ | আপডেট: ০৬ জুলাই ২০২৩ | ১৫:১৩

রাজধানীর সড়ক নিরাপদ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কাজ করছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার ডিএনসিসির নগর ভবনে সড়ক নিরাপত্তাবিষয়ক সাংবাদিকতা কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

ডিএনসিসি, ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি এবং জনস্বাস্থ্য বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিস যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন মেয়র আতিকুল ইসলাম।

মেয়র আতিক বলেন, সড়কে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ব্যক্তিজীবন ও পরিবারে গতির ছন্দপতন ঘটায়। উৎপাদনশীলতা ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে ও সড়ক নিরাপদ করতে কাজ করে যাচ্ছে ডিএনসিসি।

তিনি বলেন, সড়কের সমস্যা সমাধানে ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন। সব গণমাধ্যমে ট্রাফিক আইন ও রোড ক্র্যাশ নিয়ে প্রচার কর্মসূচি পরিচালনা করা প্রয়োজন। ডিএনসিসির পক্ষ থেকে সিগন্যালে গাড়ি থামানো ও আইন মেনে চলা, পথচারীদের সড়ক পারাপারে সহায়তা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো ইত্যাদি বিষয়ে প্রচারের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে সিগন্যালগুলোতে সাইনবোর্ড স্থাপন করা হবে। ডিজিটাল স্ক্রিনগুলোতে প্রচারের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, গণপরিবহন বিশেষজ্ঞ আমিনুল ইসলাম সুজন, আবদুল ওয়াদুদ, খালেদা জেসমিন মিথিলা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসআর/

আরও পড়ুন

×