ডেঙ্গু নির্মূল অভিযান
১৭ ভবন মালিককে ১৫ লাখ টাকা জরিমানা

মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির একটি অ্যাপার্টমেন্টের বেজমেন্টে জমা পানি (ছবি-ফোকাস বাংলা)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ | ১৬:২৭ | আপডেট: ০৮ জুলাই ২০২৩ | ১৬:৪৭
ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নির্মূলে শুরু করা মাসব্যাপী চিরুনি অভিযানের প্রথম দিন ১৭ ভবন মালিককে ১৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসব ভবন মালিকের স্থাপনায় মশা, লার্ভা ও এর বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। শনিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিএনসিসির বিভিন্ন এলাকায় এ অভিযান চলে।
অভিযানের প্রথম দিনে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির তিনটি বহুতল ভবনের বেজমেন্ট ঘুরে দেখেন। প্রতিটিতেই গাড়ি ধোয়ার পর জমে থাকা পানিতে এডিস মশার অসংখ্য লার্ভা দেখতে পান। কিছু মশাও সেখানে ওড়াওড়ি করছিল।
মেয়র বলেন, ‘জাপান গার্ডেন সিটি একটি অভিজাত আবাসিক এলাকা। এখানে কর্তৃপক্ষ সার্ভিস চার্জ নেয়। তারা ইলেকশন করে। অথচ এখানে মশার চাষ হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। যে পরিমাণ মশা এখানে আছে জাপান গার্ডেনের নাম চেঞ্জ করে মসকিউটু বা লার্ভা গার্ডেন রাখা দরকার। এখানে ২৩টি ভবনে কয়েক হাজার মানুষ বাস করে। প্রতিটি ভবনে যে পরিমাণ লার্ভা, এতে জাপান গার্ডেন সিটি একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে।’
জাপান গার্ডেন সিটি পরিদর্শন শেষে মেয়র মোহাম্মদপুরের শেখেরটেক পিসিকালচার হাউজিং, আদাবর ও শ্যামলী এলাকার কয়েকটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন।
লার্ভা পাওয়ায় মেয়রের উপস্থিতিতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন মাহমুদ এবং মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা, পিসিকালচার হাউজিংয়ে একটি নির্মাণাধীন ভবনের মালিককে ৫ লাখ টাকা এবং অন্য তিনটি ভবন মালিককে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়া উত্তরা, নূরেরচালা, আফতাবনগরসহ বিভিন্ন এলাকায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানকালে ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমানসহ সংস্থার শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে ১৭ ভবন মালিককে ১৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে গত মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মশা নিয়ন্ত্রণে তিন দিনব্যাপী চিরুনি অভিযান শুরু করেছিল। বৃহস্পতিবার সেই অভিযান শেষ হয়। সংস্থাটি জানায়, আজ থেকে ডিএসসিসি এলাকার ৩০টি ওয়ার্ডে আবার চিরুনি অভিযান শুরু হবে।