গভীর রাতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ | ১৪:৩৪ | আপডেট: ০৯ জুলাই ২০২৩ | ১৪:৩৪
পল্টন থানা পুলিশ জানিয়েছে, শনিবার রাতে কাপ্তান বাজার থেকে মুরগি কিনে ওয়াসিম ও নাঈম ভ্যানে করে মগবাজারে যাচ্ছিলেন। নাঈম ভ্যানটি চালাচ্ছিলেন। রাত ২টার দিকে ফকিরাপুল মোড়ে পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তার দুজনই আহত হন।
পুলিশ আরও জানিয়েছে, তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভ্যানচালক নাঈমকে মৃত ঘোষণা করেন। আর ওয়াসিমকে হাসপাতালে ভর্তি করা হয়।
নাঈমের ফুফাতো ভাই আবু সাঈদ জানান, নাঈম রাত ১১টার দিকে ভ্যান নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি মুগদার পূর্ব মানিকনগরে থাকতেন।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া সমকালকে বলেন, ট্রাকটি শনাক্ত করা যায়নি। অজ্ঞাত আসামি করে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে।