ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘আমরা জুরাইনবাসী ডেঙ্গু থেকে বাঁচতে চাই’

‘আমরা জুরাইনবাসী ডেঙ্গু থেকে বাঁচতে চাই’

জুরাইনে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী (ছবি-সংগৃহীত)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩ | ১৫:১৭ | আপডেট: ১৫ জুলাই ২০২৩ | ১৫:৫১

রাজধানী পূর্ব জুরাইনে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মশাবাহিত এ রোগের ভয়াবহতা বেড়ে যাওয়ায় সেখানে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শুক্রবার পূর্ব জুরাইনের মিষ্টির দোকান এলাকায় সমাবেশে এ দাবি জানানো হয়েছে। ‘আমরা জুরাইনবাসী ডেঙ্গু থেকে বাঁচতে চাই’ শিরোনামে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে অংশ নেন শিশু, বৃদ্ধসহ শতাধিক মানুষ।

আন্দোলনকারীরা বলেন, জুরাইনের ঘরে ঘরে ডেঙ্গু রোগী। তাদের রক্ত দিতে দিতে এলাকার তরুণরা ক্লান্ত হয়ে পড়েছেন। এখন রক্ত পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। সিটি করপোরেশনের অবহেলায় এখানে ডেঙ্গু মহামারি রূপ নিয়েছে। কিন্তু এদিকে কারও নজর নেই। কারণ, এলাকাটি রাজধানীর মধ্যে হলেও পূর্ব জুরাইনের অধিকাংশ বাসিন্দা দরিদ্র। অধিবাসীরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঘরে শুয়ে আছেন। তাদের চিকিৎসা করার সামর্থ্য নেই। তাদের নিয়ে ভাবার সময় নেই কারও। অবিলম্বে এখানে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। অন্যথায় পরিবার-পরিজন নিয়ে আমাদের রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না।

ঈদুল আজহার পরদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জুরাইনে এক নারী মারা গেছেন। তাঁর স্বামী সাড়ে তিন বছরের সন্তান কোলে নিয়ে সমাবেশে অংশ নেন। তিনি বলেন, ‘আমার সন্তানের মা যেভাবে মারা গেছে, অন্য কোনো বাচ্চার মা যাতে এভাবে না মারা যান, সে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’ 

আবুল বাসার নামে এক বাসিন্দা বলেন, ‘প্রতিদিন এ এলাকায় এক-দুজন মানুষ মারা যাচ্ছেন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, রক্ত দেওয়ার জন্য মানুষ পাওয়া যাচ্ছে না। তাই দ্রুত সিটি করপোরেশনকে ব্যবস্থা নিতে হবে।’ 

আরেক বাসিন্দা হারুনুর রশীদ বলেন, রাজধানীতে ডেঙ্গুর যে পরিস্থিতি, তাতে জরুরি অবস্থা ঘোষণা করা উচিত।

সমাবেশে কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা ফেরদৌস রহমান বলেন, তারা দুটি দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন। প্রথমটি হলো, পূর্ব জুরাইনে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করতে হবে। দ্বিতীয়টি হলো, মশা নিধনে ওষুধ ছিটানোর কার্যক্রম বাড়াতে হবে। এক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে জুরাইনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে নগর ভবনের সামনে অবস্থান নেব।


আরও পড়ুন

×