‘যুক্তরাষ্ট্র প্রভুত্ব চাপাতে গণতন্ত্র-মানবাধিকারের দোহাই দিচ্ছে’

জাতীয় প্রেস ক্লাবে একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের সংবাদ সম্মেলন। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ | ১২:০৬ | আপডেট: ১৮ জুলাই ২০২৩ | ১২:০৬
দেশবিরোধী শক্তির অপতৎপরতার সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রভুত্ব চাপিয়ে দিতে গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিচ্ছে। তারা মূলত সেন্টমার্টিন দ্বীপে সামরিক ঘাটি গড়ার অভিলাষ থেকে এদিকে নজর দিচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিনিদের সেই অভিলাষ গুঁড়িয়ে দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে সরকার উৎখাতের জন্য নগ্ন হস্তক্ষেপ করছে বিদেশি নানা মহল।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ’ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের চেয়ারম্যান আবীর আহাদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কূটনৈতিক পারঙ্গমতায় বিশ্বে সমাদৃত হচ্ছে। ঠিক তখনই পুরোনো শত্রু পা ধরে টানাটানি করছে। নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের জনগণ আছে। একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ সরকারের সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। দেশবিরোধী সব অপশক্তি রুখে দিতে বীর মুক্তিযোদ্ধারা তৎপর থাকবে।
তিনি আরও বলেন, কিছুদিন ধরে কিছু দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র দেশের অভ্যন্তরীণ বিষয়ে নোংরাভাবে নাক গলানোর চেষ্টা করছে। স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতসহ কিছু জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল অতি উৎসাহী যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানাচ্ছে। তারা জানে না, এ খাল কেটে ডেকে আনা কুমির তাদেরই একসময় গিলে খেতে পারে।
বীর মুক্তিযোদ্ধা আশরাফ এ খলিফা বলেন, যুক্তরাষ্ট্রের মোড়লগীরী বীর মুক্তিযোদ্ধারা কখনো বরদাস্ত করবে না।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন হেলাল শেখ হাসিনার নেতৃত্বে দেশের বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা জুলকারনাইন ডালিম, আলী আহমেদ, এনামুল হক রেণু, সরোয়ার জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধের প্রজন্ম শেখ জাহাঙ্গীর আলম।