শিক্ষার্থীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে ছাত্রলীগের সমাবেশ

ছবি : সংগৃহীত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ | ১৬:৫১ | আপডেট: ১৯ জুলাই ২০২৩ | ১৬:৫১
বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সারাদেশে ‘শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলার’ অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কেন্দ্রীয় ছাত্রলীগের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি সাদ্দাম হোসেন; আরও বক্তব্য রাখেন ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক সজল কুণ্ডুসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, মঙ্গলবার মির্জা ফখরুল ইসলামের নির্দেশে বিএনপি সরকারি বাঙলা কলেজে সাফল্যের সঙ্গে আক্রমণ চালিয়েছে। খাগড়াছড়ি হামলা হয়েছে, বগুড়ায় স্কুল শিশুদের জীবনকে বিপন্ন করে তারা বিজয় পদযাত্রা ঘোষণা করেছে। ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা শিক্ষার্থীদের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদেরকে চিরতরে স্তব্ধ করে দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাই যারা শিক্ষা প্রতিষ্ঠান অনিরাপদ করে তুলছে। শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে। যারা এই হুকুমের আসামি তাদেরকে গ্রেপ্তার করুন। শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার্থীদের জীবনের নিশ্চয়তা এবং ক্যাম্পাসগুলোতে সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন।
শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আপনারা আজকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছেন। আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা আপনাদের খেলা দেখছি। আমরা দেখতে চাই আপনারা কতদূর খেলতে পারেন। তারপর বোঝাব কত ধানে কত চাল। ছাত্রলীগের নেতাকর্মীরা যেমন বই-খাতা নিয়ে বিদ্যা অর্জন করতে পারে, ঠিক সেভাবে বুলেট বেয়নেটের বিরুদ্ধে দাঁড়িয়ে এই দেশকে স্বাধীন করেছে। সুতরাং সাধু সাবধান, এই বাংলার মাটিতে যদি আর কোথাও সামান্যতম বিশৃঙ্খলার চেষ্টা করেন তাহলে কিন্তু ছাত্রলীগ দাঁতভাঙ্গা জবাব দেবে।
তিনি আরও বলেন, আর যদি একটা গুলি চলে তাহলে ১০টা গুলি চলবে। একটা বোমা পরলে ১০টা বোমা পড়বে। আপনারা যদি আর কখনোও পদযাত্রার নাম করে অস্ত্রযাত্রা করেন তাহলে আপনাদের বিদেশযাত্রা আমরা সুনিশ্চিত করব।