সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ ঘিরে তীব্র যানজট

ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ০৯:৪০ | আপডেট: ২২ জুলাই ২০২৩ | ০৯:৪৬
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠনের তারুণ্যের সমাবেশে যোগ দিতে দলে দলে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়েছে। এতে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত সরেজমিনে রাজধানীর রমনা, মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেসক্লাব মোড়সহ মতিঝিল, শাহবাগ এলাকার সড়ক যানজটে স্থবির হয়ে পড়ে। এছাড়া হাইকোর্ট এলাকার মাজারগেট থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত; পল্টন থেকে সেগুনবাগিচা এলাকা এবং শাহবাগ-কারওয়ান বাজার থেকে সাইন্স ল্যাব পর্যন্ত যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। এর প্রভাব ছড়িয়ে পড়েছে সেসব এলাকার অলিগলিতেও।
বেলা দুইটা পর্যন্ত মৎস্য ভবন মোড় থেকে শাহবাগ পর্যন্ত রাস্তায় আটকে ছিল কয়েকশ গাড়ি। এসব বাস থেকে যাত্রীরা নেমে চলে গেলেও চালক ও হেলপারদের বাস থামিয়ে সড়কে বসে থাকতে দেখা যায়।
মৎস্য ভবন এলাকায় যানজটে আটকে পড়া দিশারী পরিবহনের চালক আক্তার হোসেন বলেন, বেলা ১১টার দিক থেকে এখানে চার ঘণ্টা আটকে আছি। আগে জানলে এ পথে আসতাম না। এখন সামনে পেছনে কোনো দিকে যেতে পারছি না। কখন সমাবেশ শেষ হবে তাও জানি না।
আরেক বাসের যাত্রী আশরাফ আলী বলেন, গুলিস্তান থেকে জুতাসহ বেশ কিছু মালামাল কিনেছি, যাবো উত্তরা। এখনে এসে যানজটের আটকা পড়েছি। বাসের সব যাত্রী নেমে হেঁটে চলে গেছে। কিন্তু মালামাল নিয়ে পড়েছি বিপাকে। রাজধানীতে এসব যানজটের ভোগান্তিতে ক্ষতি হয় আমাদের মতো, গরিব মানুষদের।
অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের জন্য রমনা পার্কের মধ্যেও চলাচল করা যাচ্ছে না। ফুটপাতও ব্যবহার করতে পারছে না সাধারণ পথচারীরা।