ঢামেক এলাকায় ব্যাগের ভেতর মিলল নবজাতকের মরদেহ

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ | ১১:০০ | আপডেট: ২৫ জুলাই ২০২৩ | ১১:০০
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় ব্যাগের ভেতর থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নার্সিং কলেজ গেটের পাশে ওই ব্যাগটি পাওয়া যায়। কীভাবে শিশুটির মৃত্যু হয় তা জানা যায়নি।
শাহবাগ থানার এসআই দীপক বালা জানান, আনুমানিক এক দিন বয়সী ছেলে শিশুর মরদেহ নার্সিং কলেজের গেটের পাশের রাস্তা থেকে উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, কে বা কারা মরদেহ ফেলে যায় তা জানার চেষ্টা চলছে।