ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাতীয় স্মরণসভায় বক্তারা

সিরাজুল আলম খানকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যায় না

সিরাজুল আলম খানকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যায় না

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩ | ১৩:১৩ | আপডেট: ২৯ জুলাই ২০২৩ | ১৩:১৩

মুক্তিযুদ্ধকালীন নিউক্লিয়াস ও বিএলএফ'র প্রতিষ্ঠাতা, সশস্ত্র সংগ্রামের প্রধান সংগঠক, স্বাধীন বাংলাদেশের অন্যতম রূপকার এবং রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খান জাতীয় স্মরণভায় বক্তারা বলেছেন, সিরাজুল আলম খান বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক মহানায়ক। তিনি স্বাধীন জাতিরাষ্ট্রের স্বপ্ন দেখেছেন, বাস্তবায়নও করেছেন। কেউ কেউ ইতিহাসের সুযোগ নিয়ে ইতিহাসকে বিকৃত করেছেন। আলম খান ইতিহাসকে বিকৃত করেননি। কারণ তিনি ইতিহাসের নির্মাতা। তাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যায না। নতুন প্রজন্মের মধ্যে তার রাজনৈতিক চিন্তা-ভাবনা ও আদর্শকে ছড়িয়ে দিতে হবে। তাহলে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে।

শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এই স্মরণসভার আয়োজন করে সিরাজুল আলম খান স্মরণসভা জাতীয় কমিটি। জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সভাপতি ও জাতীয় কমিটির আহ্বায়ক আ স ম আবদুর রবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কবি-লেখক ফরহাদ মজহার, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, বাসদের (মার্কসবাদী) সম্পাদকমণ্ডলীর সদস্য জহিরুল ইসলাম,  মহিলা শ্রমিক লীগের সাবেক সভাপতি রওশন জাহান সাথী, আবুল হাসিব খান মনের মাধ্যমে প্রমুখ। পরিচালনা করেন জাতীয় কমিটির সদস্য সচিব  কামাল উদ্দিন আহমেদ, সদস্য কামাল উদ্দিন পাটোয়ারী ও বাদল খান।

শুরুতে সিরাজুল আলম খানের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাকে স্মরণ করে কবিতা আবৃত্তি করা হয়।

এর আগে সিরাজুল আলম খানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় কমিটি এবং বিভিন্ন দল ও সংগঠনের নেতারা।

আরও পড়ুন

×