শাহজালালে যুবকের ব্যাগে মিলল আড়াই হাজার ইয়াবা

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ১৫:৪৯ | আপডেট: ০৪ আগস্ট ২০২৩ | ১৫:৫০
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথভাবে অভিযান চালিয়ে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের সামনের পার্কিং থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ধ্রুব দাশ (২৫) কক্সবাজারের টেকনাফ থানার বাসিন্দা। তিনি ইয়াবা পাচার চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে ডিএনসি। এ ঘটনায় সন্ধ্যায় ডিএনসির পরিদর্শক আবদুর রহিম বাদী হয়ে বিমানবন্দর থানায় ধ্রুব দাশের বিরুদ্ধে মামলা করেছেন।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই এনায়েত কবির মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বিমানবন্দর এলাকায় যৌথ অভিযান চালায় এপিবিএন ও ডিএনসি। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ধ্রুব দাশ নামে এক যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বীকার করলেও পরে নিজের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি। এরপর তিনি সঙ্গে থাকা নীল রঙের একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেন। গণনার পর দেখা যায় সেখানে ২ হাজার ৪০০ পিস ইয়াবা রয়েছে।