জেল থেকেই জামায়াত-শিবিরের ২ নেতাকে ধরার অভিযোগ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ২০:১৭ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ২০:১৭
হাইকোর্ট থেকে জামিন পাওয়া জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের দুই নেতাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকেই তুলে নিয়ে গ্রেপ্তার দেখানোর অভিযোগ উঠেছে। তারা হলেন- জামায়াতে ইসলামী হাতিরঝিল পশ্চিম থানার আমির ইউসুফ আলী মোল্লা এবং একই এলাকার শিবির সভাপতি মাকসুদ আলম।
পুলিশ বলছে, তাদের বেগুনবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম সমকালকে জানান, তারা দু’জনই মামলার আসামি। তাদের বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।
তবে জামায়াতের ঢাকা মহানগর শাখার বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ইউসুফ আলীকে গত ৫ মে রাতে বাসা থেকে তুলে নিয়ে দু’দিন পর হাতিরঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলে আরেক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। সেই মামলায় ৬ আগস্ট জামিন পান। তবে মুক্তি না দিয়ে ইউসুফকে কারাফটকে বসিয়ে রাখা হয়। বুধবার দুপুরে তাঁকে নিয়ে যায় পুলিশ।
হাতিরঝিল শিবির সভাপতির স্বজন আতাউরের দাবি, মাকসুদকে গত ১৯ জুন বাসা থেকে থানা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন অপুর নেতৃত্বে ধরে নিয়ে যাওয়া হয়। বুধবার ইউসুফ মোল্লার মতো একইভাবে তাঁকে নিয়ে যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
- বিষয় :
- জামায়াতে ইসলামী
- ইসলামী ছাত্রশিবির