সাংবাদিকদের নিয়ে বিজেএস-ইএমকের ফেলোশিপ প্রোগ্রাম সম্পন্ন

ছবি: বিজেএস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ০৫:০৩ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ০৫:০৭
বিল্ডিংঅ্যাসেটস জার্নালিজম স্কুল (বিজেএস) ও ইএমকে সেন্টার আয়োজিত ফেলোশিপ প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইএমকে সেন্টারে সনদপত্র হস্তান্তরের মাধ্যমে শেষ হয় আড়াই মাসব্যাপী এই প্রোগ্রাম।
বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক রফিকুর রহমান অংশগ্রহণকারী ৪০ সাংবাদিকের হাতে সনদ তুলে দেন। এছাড়া প্রথম তিনজনকে দেওয়া হয় আকর্ষণীয় ক্রেস্ট। এ সময় উপস্থিত ছিলেন বিজেএস-এর প্রিন্সিপাল রেদওয়ান আহমেদ ও বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)-এর আহ্বায়ক স্যাম জাহান।
ফেলোশিপ প্রোগ্রামে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাংবাদিক নাঈম আলী প্রথম স্থান অধিকার করেন। দ্য ডেইলি স্টারের মো. আসাদুজ জামান দ্বিতীয় এবং প্রথম আলোর মো. মিনহাজুল আবদিন রিয়াজ চৌধুরী তৃতীয় স্থান অধিকার করেন।
‘উন্নত সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় দক্ষতা’ শীর্ষক এ প্রোগ্রামে সাতটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিষয়গুলো হলো- মোবাইলফোন সাংবাদিকতা, গল্পবলা ও সংবাদ উৎস সংগ্রহ ও সংরক্ষণ, সংবাদ নীতি ও অনুসন্ধানী সাংবাদিকতা, দীর্ঘলেখনী সাংবাদিকতা, ভুয়া নিউজ ও ভুল তথ্য খুঁজে বের করার সাধারণ কিছু নিয়মাবলী, বহুমুখী সাংবাদিকতা ও প্রতিকূল পরিবেশে সাংবাদিকতা প্রশিক্ষণ। আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা সাংবাদিক ও প্রশিক্ষকদের কাছ থেকে অংশগ্রহণকারী সাংবাদিকরা বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করেন।
বিজেআইএম’র আহ্বায়ক স্যাম জাহান বলেন, ‘সফল ফেলোশিপ প্রোগ্রামের মধ্য দিয়ে গণমাধ্যমের জন্য আসন্ন অনেকগুলো উপকারী ইভেন্টের শুরু হলো। আমাদের সাংবাদিকতার প্রকৃত সারমর্ম চালিয়ে যেতে হবে এবং এই ধরনের প্রোগ্রামগুলো সেই বোঝাপড়াকে বাড়িয়ে দেবে।’