ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সপ্তাহে ডেঙ্গুরোগী ১০ ছাড়ালেই ওয়ার্ড ‘লাল’ তালিকাভুক্ত: মেয়র তাপস

সপ্তাহে ডেঙ্গুরোগী ১০ ছাড়ালেই ওয়ার্ড ‘লাল’ তালিকাভুক্ত: মেয়র তাপস

সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডিএসসিসি মেয়ের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩ | ১৩:৫৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২৩ | ১৩:৫৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডিএসসিসির কোনো ওয়ার্ডে সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেলে, সে ওয়ার্ডকে ‘লাল’ তালিকাভুক্ত করা হবে। সেখানে দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে এডিস মশার উৎসস্থল ধ্বংস করা হবে। এর মাধ্যমে ডেঙ্গু রোগের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে পারব।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন এলাকায় ‘বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস’ কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র তাপস বলেন, ৫, ২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডে ১০ জনের বেশি রোগী পাওয়ায় আগামী শনিবার সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এর পর যদি অন্য কোনো ওয়ার্ডে এক সপ্তাহে ১০ জনের বেশি রোগী পাওয়া যায়, সেখানেও অভিযান চালানো হবে। আমরা মনে করি, এভাবে এডিস মশাকে পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারব।

এই কাজে এলাকাবাসীর দায়িত্বশীল ভূমিকা চান জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, সেদিন কেউ কাজে যাবেন না। এটাই সবচেয়ে বড় কাজ হবে। নিজেদের জীবন সুরক্ষিত রাখতে এটাই হবে আমাদের গুরুদায়িত্ব। এই কর্মসূচিতে আপনারা অংশ নেবেন। আমাদের পরিচ্ছন্নতাকর্মী, মশককর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। আমরা দিনব্যাপী চিরুনি অভিযানে এডিস মশার উৎসস্থলগুলো ধ্বংস করব। 

২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। 


আরও পড়ুন

×