ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জন্মদিনে মদপানে তরুণীর মৃত্যু, বোন অসুস্থ

জন্মদিনে মদপানে তরুণীর মৃত্যু, বোন অসুস্থ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ২৩:৪৩

প্রেমিক মো. রাব্বী ঢাকার বাইরে থাকায় তিনি ২৭ আগস্ট জন্মদিন পালন করেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাব্বী এলে তাঁকে নিয়ে রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসায় জন্মদিন উদযাপন করেন বিউটি পার্লারের ওই কর্মী। সঙ্গে ছিলেন সমবয়সী খালাতো বোন। তিনজন মিলে মদপান করেন। অসুস্থ হওয়ার পর দুই তরুণীকে হাসপাতালে নিলে শনিবার মারা যান জন্মদিন অনুষ্ঠানের আয়োজক। তাঁর খালাতো বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও গোপনে পালিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশ মৃতের প্রেমিক রাব্বীকে খুঁজছে।

দুই তরুণীকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনেন আব্দুল মতিন তাহান। তিনি চিকিৎসাধীন অবস্থায় পালানো তরুণীর বন্ধু পরিচয় দেন। সমকালকে আব্দুল মতিন জানান, দুই তরুণী সম্পর্কে আপন খালাতো বোন, তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন ও বিউটি পার্লারে কাজ করতেন। মারা যাওয়া তরুণীর প্রেমিকের বাসা মিরপুরে। তবে তাঁকে চেনেন না বলে দাবি আব্দুল মতিনের। তিনি বলেন, ‘শুনেছি, জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় তরুণীদের বাসায় মদ নিয়ে আসেন রাব্বী। এরপর তিনজন তা পান করেন।’

আব্দুল মতিনের ভাষ্য, দুই তরুণী অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাত ১০টার দিকে হৃদয় নামে পরিচিত একজনের মাধ্যমে জানতে পারি। এরপরই ছুটে যাই এবং হাসপাতালে নিতে চাইলে তারা রাজি হননি। এক পর্যায়ে একজনকে নর্দ্দার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নেওয়া হয়। এ সময় হাসপাতালের এক কর্মীকে ডেকে নিয়ে বাসায় দু’জনের শরীরে স্যালাইন দেওয়া হয়। রাতে তাদের দেখভালে আরেক নারী ওই বাসায় ছিলেন। তিনিই শনিবার ভোরে দু’জনের অবস্থার অবনতির খবর দেন। পরে আমি দু’জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণীর মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালে রোগী ভর্তির নিবন্ধন খাতায় লেখা রয়েছে, ওই তরুণীর মৃত্যু হয়েছে মদজনিত বিষক্রিয়ায়।

ভাটারা থানার ওসি এ বি এম আসাদুজ্জামান জানান, মৃত তরুণীর প্রেমিক মদ এনেছিলেন বলে জানতে পেরেছি। মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপন করেছেন। প্রযুক্তির সহায়তায় তাঁকে খোঁজা হচ্ছে।

আরও পড়ুন

×