ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডিএমপি কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

ডিএমপি কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

ডিএমপি কার্যালয়ে কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে কথা বলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:১৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:৪৩

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করতে ডিএমপি কার্যালয়ে পৌঁছেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান পথে রয়েছেন বলে জানা গেছে। ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করবেন ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক। বৈঠকটি পূর্বনির্ধারিত বলে জানা গেছে। 

সোমবার বেলা ১২টার দিকে ডিএমপি কার্যালয়ে প্রবেশ করেন সাদ্দাম।

ছাত্রলীগের একাধিক কেন্দ্রীয় নেতা সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় এক নেতা বলেন, ‘সাদ্দাম ডিএমপিতে পৌঁছেছেন। সেখানে এডিসি হারুনের বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হবে। আমিও যাচ্ছি সেখানে।’  

দুপুর একটার দিকে আরেক নেতা সমকালকে জানান, ‘শেখ ইনান ভাইও বৈঠকে অংশ নেবেন। তিনি সেখানে যাচ্ছেন।’ 


আরও পড়ুন

×