শাহজালালে অজ্ঞান পার্টির ১ সদস্য গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:২৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:২৮
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কামাল মিয়া। যাত্রীবেশে বিমানবন্দরে ঘুরে বেড়ানোর সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, আটক ব্যক্তি নিজেকে যাত্রী দাবি করন। তিনি যাত্রীদের মতো ব্যাগ বহন করছিলেন। কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞান পার্টির সদস্য তা স্বীকার করেন।