মুগদায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু, হত্যার অভিযোগ স্বজনদের

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৩:৩৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৩:৩৫
রাজধানীর মুগদার মান্ডা এলাকায় ভবন থেকে পড়ে মো. রবিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ডু তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্বজনদের অভিযোগ, ভবন থেকে ফেলে তাঁকে হত্যা করা হয়েছে। রবিন ফুটপাতে জুতা বিক্রি করতেন।
মুগদা থানার ওসি আবদুল মজিদ সমকালকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে কোন ভবন থেকে তিনি পড়ে যান, তা এখনও শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণ সম্পর্কেও এখনই কিছু বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ও স্বজনরা জানান, মুগদার মান্ডার লেটকার গলি এলাকার ভাড়া বাসায় থাকতেন রবিন। গতকাল সন্ধ্যায় তিনি কয়েক বন্ধুর সঙ্গে মান্ডার হিরো মিয়ার গলির একটি পাঁচ তলা ভবনে যান। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ওই ভবন থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার মুরাতালা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল আউয়াল। রবিনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের চাচি সাবিনা আক্তার জানান, কোন বন্ধুর সঙ্গে এবং কেন রবিন ওই ভবনে গিয়েছিলেন, তা তারা জানেন না। তবে তাদের ধারণা, বন্ধুরাই তাঁকে ওপর থেকে ফেলে হত্যা করেছে। কারণ, রবিন ‘স্বাস্থ্যবান যুবক’ ছিলেন। এমনিতে কোনোভাবেই তাঁর পড়ে যাওয়ার কথা নয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
নিহতের চাচা সোহাগ বলেন, খবর পেয়ে তারা ঢাকা মেডিকেলে এসে তাঁর লাশ শনাক্ত করেন। কীভাবে কী ঘটেছে বুঝতে পারছেন না।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
- বিষয় :
- রাজধানী
- যুবকের মৃত্যু