বিশ্বকাপ
চার্টার ফ্লাইটে ঢাকা ত্যাগ সাকিবদের, ফুলেল শুভেচ্ছা বিমানের

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:১৪ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:১৪
ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ ও প্রস্তুতি ম্যাচে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার বিকেল চারটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইটে (বিজি-৯৩৯৩ নম্বর) গুয়াহাটির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।
এ দিন বিমানবন্দরে জাতীয় কিকেট দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো, শফিউল আজিম।
এ সময় উপস্থিত ছিলেন, বিমানের উর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, বিমানবন্দর হোল্ডিং লাউঞ্জে ক্রিকেটদের সম্মানে কেক কাটা হয়।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য কামনা করা হয় বলে জানান, বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।