ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টোল আদায় নিয়ে বিরোধ

হাতাহাতির পর পালাতে গিয়ে গাড়িচাপায় তরুণের মৃত্যু

হাতাহাতির পর পালাতে গিয়ে গাড়িচাপায় তরুণের মৃত্যু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ১৮:৫৩ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ১৮:৫৩

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ট্রাকচালকদের সঙ্গে হাতাহাতির পর পালাতে গিয়ে গাড়িচাপায় হৃদয় মোল্লা ওরফে বাদশা (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার গভীর রাতে আহত হওয়ার পর তাঁকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। তিনি টোল আদায়ের কাজ করতেন।

পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার মধুসূদন দাস জানান, সোমবার রাতে কাজলা এলাকায় সিটি টোল আদায় নিয়ে একটি বিরোধের ঘটনা ঘটে। পরে ওই তরুণ দৌড়ে পালানোর সময় একটি গাড়ির নিচে চাপা পড়েন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় কারও দায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করতেন হৃদয়। তিনি টোলের অতিরিক্ত টাকা আদায় করছিলেন বলে অভিযোগ করেন চালকরা। এ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে এক পর্যায়ে কয়েকজন চালকের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। পরে তিনি পালানোর সময় কোনো একটি গাড়ির চাপায় গুরুতর আহত হন। পঙ্গু হাসপাতালে গতকাল সকাল ৮টার দিকে মৃত্যুর পর পুলিশ ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পরে মৃতের ভাই লিয়ন মোল্লা এসে ভাইয়ের লাশ শনাক্ত করেন।

লিয়ন জানান, তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরে। থাকতেন যাত্রাবাড়ীর কাজলা এলাকায়। পলাশ নামের এক ব্যক্তির হয়ে টোল আদায়ের কাজ করতেন হৃদয়।

আরও পড়ুন

×