গুলশানে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

আহত পান্নাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ১৫:১৭ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১৬:০৪
রাজধানীর গুলশানে সুবাস্ত নজর ভ্যালি আবাসিক ভবনের দশতলা থেকে পড়ে পান্না আক্তার (১৪) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পান্না আক্তারকে হাসপাতালে নিয়ে আসা মো. জাকির হোসেন বলেন, পান্না গত ১ সেপ্টেম্বর আমার ম্যাডাম শাহনাজ চৌধুরীর সঙ্গে শাহজাদপুর সুবাস্ত নজর ভ্যালি টাওয়ারে বেড়াতে আসে। আজ টাওয়ারের দশতলা থেকে পড়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত পান্নার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। পান্না চট্টগ্রামে আমার স্যারের বাসায় গৃহকর্মী হিসেবে ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।