ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অনলাইনে ক্যাসিনোর মূলহোতা সেলিমের বাসায় র‌্যাবের অভিযান

অনলাইনে ক্যাসিনোর মূলহোতা সেলিমের বাসায় র‌্যাবের অভিযান

ছবি: সংগৃহীত

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯ | ১২:৩৯ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ | ১৩:৪৮

অনলাইনে ক্যাসিনো চালিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আটক সেলিম প্রধানের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

সোমবার রাত ১০টার দিকে গুলশান-২ এর ৯৯ নম্বর সড়কে অবস্থিত ১১/এ, 'মমতাজ ভিশন' নামের ছয় তলা বাড়িটির পঞ্চম তলায় অভিযান শুরু করেন র‌্যাব সদস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১২টার সময়ও অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুরে থাই এয়ারওয়েজের একাটি বিমানে ঢাকা ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে তাকে নামিয়ে আনা হয়। পরে তাকে র‌্যাব-১ এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেলিম প্রধানের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব।

আরও পড়ুন

×