গুলশানে ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ২০:২৫ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ২০:২৫
রাজধানীর গুলশানের শাহজাদপুরে ভবনের ছাদ থেকে পড়ে পান্না আক্তার (১৪) নামে এক গৃহকর্মী মারা গেছে। পুলিশ জানিয়েছে, কিশোরীকে পা ভাঙা অবস্থায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাদপুরের সুবাস্ত নজর ভ্যালির তত্ত্বাবধায়ক জাকির হোসেন জানান, গৃহকর্তা ছগীর চৌধুরী, গৃহকর্ত্রী শাহনাজ চৌধুরী, গৃহকর্মী পান্নাসহ তিনি চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকায় থাকেন। গত ১ সেপ্টেম্বর পান্নাকে নিয়ে গৃহকর্ত্রী শাহনাজ ঢাকায় নিজের ফ্ল্যাটে ওঠেন।
ছগির চৌধুরী জানান, ভবনের পাঁচ তলার একাংশের ছাদের ওপর বৃহস্পতিবার পান্নাকে অচেতন অবস্থায় পান তারা। উদ্ধার করে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতাল, পরে ঢামেক হাসপাতালে নেন।
পান্নার বাবার নাম আব্দুল কাইয়ুম, বাড়ি কিশোরগঞ্জে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পান্নার শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে একটি পা ভাঙা ছিল।
গুলশান থানার পরিদর্শক (অপারেশন) শাহেনুর রহমান জানান, ছাদ থেকে পড়ে গেছে নাকি ফেলে দিয়ে হত্যা করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।