‘তথ্যপ্রযুক্তি কাঠামো শক্তিশালী করতে আইসিটি ও টেলিকম ক্যাডার জরুরি’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ২১:২৭ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ২১:২৭
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল কানেক্টিভিটি না থাকলে স্মার্ট বংলাদেশ বিনির্মাণ করা যাবে না। মানব সম্পদে অনেক এগিয়ে বাংলাদেশ। মানুষের মেধা শক্তিকে সুযোগ তৈরি করে দিতে পারলে অনেক এগিয়ে যাবে দেশ। তথ্যপ্রযুক্তি কাঠামোকে শক্তিশালী ও সুদৃঢ় করতে আইসিটি ও টেলিকম ক্যাডার চালু করা দরকার। ডাটা প্রাইভেসিকে সুরক্ষিত করতে সুদক্ষ মানব সম্পদ প্রয়োজন।
শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে ‘ডিজিটাল রুপান্তর: চতুর্থ শিল্প বিপ্লবে আইসিটি ও সিএসই'র ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে তো মাইক্রোসফট, আমাজন, গুগল গড়ে ওঠেনি বলেই দেশের মেধারী বাইরের দেশে গিয়ে সেই সব প্রতিষ্ঠানে জব করছে। এদেশে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বিনিয়োগকারীরা এগিয়ে আসতে হবে। দেশিয় উদ্যোক্তারা আরও বেশি উৎসাহী হয়ে এগিয়ে আসবেন। লাল ফিতার ফাইলের দৌরাত্ম আরও কমে যাবে।’
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন আইইবি’র প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুস সবুর।তিনি বলেন, সরকার আইসিটি ও সিএসই সেক্টরে উন্নয়নে সঠিক পথেই আছে৷ দেশের তরুণ সমাজ আইসিটিতে বিশ্বের পরিবর্তনের সঙ্গে ভাল ভাবেই অভিযোজন করতে পেরেছে। আইসিটিতে স্থায়ী ও শক্তিশালী উন্নয়নের জন্য যে ভিশনারি নেতৃত্ব প্রয়োজন তা আমাদের আছে, আর তিনি হলেন শেখ হাসিনার সুযোগ্য উত্তরাধিকারি সজীব ওয়াজেদ জয়৷’
আইইবির প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তির যে সমৃদ্ধি হয়েছে তার জন্য সরকারের ধারাবাহিকতা অন্যতম কারণ। ফলে আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা অত্যন্ত জরুরি এবং অপরিহার্য।
আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু স্বাগত বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে আইইসিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছেন। সেই উন্নয়নের অন্যতম কারিগর হল দেশের প্রকৌশলীরা৷ আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের মূল্যায়ন করতে হবে। আইসিটি ক্যাডার অন্তর্ভুক্ত করলে দেশের সেরা আইসিটি প্রকৌশলীরা বিদেশে যাবে না বরং দেশেই ক্যারিয়ারের সেরা জায়গা খুঁজে নেবে।
সেমিনারের বিশেষ অতিথির দেন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ এবং বুয়েটের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহমুদা নাজনীন।
আইইবির কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান ও বিডিইউ’র ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনা করেন সসম্পাদক প্রকৌশলী তানভীর মাহমুদুল হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন কম্পিউটার কৌশল বিভাগের ভাইস চেয়ারম্যান সঞ্জয় কুমার নাথ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. শামীম আখতার।