বাল্যবিয়ের বড় কারণ দারিদ্র্য: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ২২:৫৯ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ২২:৫৯
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে বাল্যবিয়ের একটি বড় কারণ দারিদ্র্য। দারিদ্র্য দূর করা সরকারের প্রধান দায়িত্ব।
বুধবার রাজধানীর হোটেল র্যাডিসনে বাল্যবিয়ে প্রতিরোধ-সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন। কমব্যাটিং আরলি ম্যারিজ ইন বাংলাদেশ (সিইএমবি) প্রকল্পের আওতায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) ও প্ল্যান ইন্টারন্যাশনাল এ আয়োজন করে। ঢাকায় কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসসহ প্ল্যান ইন্টারন্যাশনালের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাল্যবিয়ে অনেক পীড়াদায়ক। ছেলে বা মেয়েু উভয়ের জন্য এটি দুর্গতির কারণ। রোগবালাই হয়; কাজ করতে পারে না। এ বিয়ে প্রতিরোধে সরকার কাজ করছে।
জিডিপিতে নারীর গৃহস্থালি কাজের মূল্যায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নারীরা ঘরের কাজের মধ্য দিয়ে জাতীয় আয়ে কতটা ভূমিকা রাখছেন, সরকার সে হিসাব বের করেছে। নারীরা মুরগি-গাভি পালন, ঘরদোর পরিষ্কারসহ নানা কাজ করেন। এসব কাজ তারা না করলে কাউকে দিয়ে করাতে হতো, মূল্য দিতে হতো। সরকার সেই আর্থিক মূল্য বের করছে। এ নিয়ে গবেষণা প্রতিবেদন আগামী সপ্তাহে প্রকাশ হবে।