ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জাতীয় প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩ | ১৮:২৭ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ | ১৮:২৭

জাতীয় প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের 'দ্বিতীয় বাসগৃহ' নয়; জাতীয় প্রেস ক্লাব এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতাপ্রিয় মানুষের মিলনমেলার কেন্দ্রস্থলও। ঐতিহাসিক '৫৪-তে এ ক্লাবের জন্ম হয়। ক্রমেই এটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে এবং দেশের সব স্বাধিকার আদায় ও স্বাধীনতা আন্দোলনে প্রাগ্রসর চিন্তা-চেতনার প্রেরণা হিসেবে কাজ করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বরাবরই বর্ণাঢ্য আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। এ উপলক্ষে আজ ভোরে সদস্যদের মিনি ম্যারাথন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সঙ্গীত অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ক্লাব মিলনায়তনে ৮দিনব্যাপী অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় আয়োজন করা হয় সাংবাদিকদের তোলা ফটো প্রদর্শনী। সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ক্লাব সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রদর্শনীটি উদ্বোধন করেন।

তিনি বলেন, সাংবাদিকদের তোলা ছবি নিয়ে এবারই প্রথম ফটো প্রদর্শনী করা হল। কোন কাজ শুরু করলে এর সফলতা আসবেই। এ ছাড়াও প্রেস ক্লাবে ফটো গ্যালারি এবং ভবিষ্যতে একটি আর্কাইভ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন সাংবাদিকদের সঙ্গে ফটো প্রদর্শনী ঘুরে দেখেন এবং ছবির প্রশংসা করেন। এরপরে আরও বড় পরিসরে প্রদর্শনীর ব্যবস্থা করার আশাবাদ ব্যক্ত করেন।  

অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রদর্শনী উপ-কমিটির আহবায়ক শাহনাজ বেগম পলি। আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কল্যাণ সাহা, শাহনাজ সিদ্দীকি সোমা এবং সীমান্ত খোকন।

আরও পড়ুন

×