ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বর্ণিল আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণিল আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ২০:১০ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ২০:১০

নবীন-প্রবীণ সদস্যের উপস্থিতির মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ। তিনি বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা হচ্ছেন সমাজ ও রাষ্ট্রের আলোকবর্তিকা। যখনই দেশে শকুনের থাবা পড়েছে সেখান থেকে উত্তোরণে প্রেসক্লাব ভূমিকা রেখেছে। দেশের বিভিন্ন দুর্যোগে সাংবাদিকরা ভূমিকা রেখেছে। রাষ্ট্র বিকাশের সাথে সাথে মানবিক বিকাশও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

কেককাটা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মোজাফফর হোসেন পল্টুসহ ক্লাবের সাবেক ও বর্তমান কমিটির নেতারা।

এদিন ভোরে মিনি ম্যারাথন এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়। সন্ধ্যায় কেক  কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও র‌্যাফেল ড্রসহ নানা আয়োজনে মধ্য দিয়ে আনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন ক্লোজআপ তারকাশিল্পী কনা ও  সাব্বির।

অনুষ্ঠান শুরু হয় ধৃতি নৃর্তনালয়ের নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে।‌ এরপরই মারমা শিল্পী গোষ্ঠী একে একে পরিবেশন করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যপূর্ণ নাচ। এরপরই মঞ্চে আসেন সঙ্গীত শিল্পী স্বন্দীপন ও অরিন। অনুষ্ঠানে গত এক বছরে প্রয়াত  ২৬ জন ক্লাব সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠান আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন

×